১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৯

ডেঙ্গুজ্বর থেকে পরিত্রাণ লাভের জন্য ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য আগামীকাল ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও সাহায্য কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১ আগস্ট’১৯ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজধানী ঢাকাসহ সারা দেশে এডিস মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে শতর্ক হতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে ও এডিস মশা ধ্বংস এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

এ পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ জনের অধিক সংখ্যক লোক ইন্তেকাল করেছেন। দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ হাজারের অধিক সংখ্যক লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। প্রতি মিনিটে ১জন করে লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন। দেশের জনগণের মধ্যে আতংক বিরাজ করছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ লাভ করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছিঃ-

১) এডিস মশাসহ সকল মশার আবাসস্থল ধ্বংস করতে হবে;
২) বাড়ির আশ-পাশে অবস্থিত খাল, পুকুর, ডোবা, নালা-নর্দমা ইত্যাদি থেকে কচুরিপানাসহ সকল আগাছা ও ময়লা আবর্জনা তুলে ফেলতে হবে এবং ঝোঁপ-ঝাড় কেটে পরিস্কার করতে হবে;
৩) বাড়ী-ঘরে সকাল-সন্ধ্যা দু’বেলা ধূপ জ্বালাতে হবে; 
৪) বাড়ি-ঘর, বাগান, উঠান এবং এর চার পাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;
৫) ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা, ভাঙ্গা হাড়ি-পাতিল, বালতি- কনটেইনার ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে নজর দিতে হবে। ঐ সব পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে সে দিকে দৃষ্টি রাখতে হবে;
৬) এসি ও ফ্রিজের পানি নিয়মিত অপসারণ করতে হবে;
৭) যে সমস্ত ডোবা ও নালা-নর্দমায় মাছ বা পানিতে বসবাসকারী কোন প্রাণী নেই সেখানে নিয়মিত ঔষধ ছিটিয়ে মশার লার্ভা ধ্বংস করতে হবে;
৮) দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে;
৯) সামাজিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর পাশে দাঁড়াতে হবে। সর্বোপরি জ্বরে আক্রান্ত হলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে;
১০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সর্বাত্মকভাবে সাহায্য ও সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে;
১১) ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী এবং তাদের পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করে তাদের আতংকিত না হওয়ার জন্য পরামর্শ ও শান্ত্বনা দিতে হবে।

ডেঙ্গুজ্বরের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত উপরোক্ত সপ্তাহ ব্যাপী কর্মসূচি সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের রাহমাত ও সাহায্য কামনা করে বিগলিত চিত্তে কায়মনো বাক্যে দোয়া করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”