২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৭:৩৭

আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাজশাহীর ছাত্রলীগ নেতা ফারুক হত্যার মামলায় মিথ্যা অভিযোগ এনে চার্জ গঠন করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৫ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শুধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীনই নন, তিনি দুবার তার নিজ এলাকা পিরোজপুর থেকে এমপি নির্বাচিত হয়ে নিজ এলাকার জনগণের খেদমত করেছেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জননন্দিত এই নেতাকে তথাকথিত মানবতাবিরোধী মিথ্যা মামলায় সাজা দিয়ে দীর্ঘ দিন যাবত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে।

গত ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগ নেতা ফারুক নিহত হওয়ার পর ঐ ঘটনার যে এফআইআর করা হয়েছিল সেখানে আল্লামা সাঈদীর নাম ছিল না। পরবর্তীতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যা মামলায় তাঁর নাম সম্পৃক্ত করা হয়। আজ ২৫ জুলাই এ মিথ্যা মামলার চার্জ গঠন করা হয়। আল্লামা সাঈদীর জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তার বিরুদ্ধে ঐ ঘটনায় মিথ্যা চার্জ গঠন করেছে।

৭৯ বছর বয়স্ক এই প্রবীণ নেতা ডায়াবেটিস, হৃদরোগ ও হাঁটু ব্যথাসহ নানা জটিল রোগে ভুগছেন। তাঁকে গত ২০ জুলাই ঢাকা থেকে রাজশাহী কারাগারে আনা হয়েছে। এই লম্বা সফরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
বার্ধক্য ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আল্লামা সাঈদীকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।”