৫ মার্চ ২০১৭, রবিবার, ৬:৫০

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র প্রতিবাদ

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে

বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হাকিম এবং কাহালু উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা মোঃ শহিদুল্লাহসহ জামায়াতের ৪জন নেতা-কর্মীকে গত ৩ মার্চ পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৫ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হাকিম ও কাহালু উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা মোঃ শহিদুল্লাহসহ জামায়াতের ৪জন নেতা-কর্মীকে সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই গ্রেফতার করেছে। সরকার বিনা কারণেই তাদের গ্রেফতার করে কষ্ট দিচ্ছে।

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের অযথা গ্রেফতার করে জেলে বন্দী করে রাখছে। জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্যই সরকার সারাদেশে জামায়াতের নেতা-কর্মীদের বেছে বেছে গ্রেফতার করছে। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। গণবিচ্ছিন্ন সরকার জনগণের উপর দুঃশাসন চাপিয়ে দিয়ে শক্তির জোরে ক্ষমতায় থাকতে চায়। সরকারের দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হাকিমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”