১৪ জুন ২০১৯, শুক্রবার, ৭:৫৩

মুসলিম নারীদের পর্দা সম্পর্কে প্রধানমন্ত্রী কটাক্ষ করে তীর্যক মন্তব্য করে প্রকৃতপক্ষে ইসলামেরই অবমাননা করেছেন

গত রোববার ৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলাদের হাত মোজা, পামোজা, নাক, চোখ ঢেকে বোরকা পরাকে’ কটাক্ষ করে জীবন্ত টেন্ট বা তাবু হিসেবে আখ্যায়িত করে যে বিরূপ মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ১৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ঢেকে বোরকা পরাকে কটাক্ষ করে যে অপ্রাসঙ্গিক এবং অন্যায় মন্তব্য করেছেন আমি তার নিন্দা জানাচ্ছি।

মুসলিম নারীদের পর্দা করা ফরজ। সে সম্পর্কে প্রধানমন্ত্রী কটাক্ষ করে তীর্যক মন্তব্য করে প্রকৃত পক্ষে ইসলামেরই অবমাননা করেছেন। একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঐ ধরনের আপত্তিকর বক্তব্য রেখে তিনি এ দেশের মুসলিম নারীদের অপমানিত করেছেন এবং আল্লাহ তায়ালার গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধানকে উপহাস করেছেন। আমি প্রধানমন্ত্রীকে তার এ বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।”