৯ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১০:১৩

মাওলানা আব্দুল কাদেরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীন সদস্য (রুকন) রংপুর জেলার পীরগাছা উপজেলা নিবাসী মাওলানা আব্দুল কাদের ৭০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে গত ৮ এপ্রিল রাত ৩:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৪ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। পবিত্র ঝার ফাযিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে মসজিদের পার্শ্বের কবরস্থানে দাফন করা হয়েছে।

নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা হোসাইন আহমদ। নামাজে জানাযায় রংপুর জেলা জামায়াতের আমীর জনাব এটিএম আজম খান, আওয়ামী লীগের পীরগাছা উপজেলা সভাপতি আলহাজ্জ আব্দুল হাকীম সরদার, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আফছার আলী, প্রোপার ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ মোস্তাফিজুর রহমান রেজাসহ হাজার হাজার আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

শোকবাণী

মাওলানা আব্দুল কাদেরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৯ এপ্রিল ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আব্দুল কাদের (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।