৮ এপ্রিল ২০১৯, সোমবার, ১২:৫৫

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই এড. মোঃ কাওসার আলীসহ ৬ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে

রংপুর মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. মোঃ কাওসার আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে ৭ এপ্রিল পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটদনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৮ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই রংপুর মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. মোঃ কাওসার আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকার জামায়াত-শিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে আবদ্ধ করে রেখে দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে। সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষকে পদদলিত করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। সরকারের কর্তৃত্ববাদী জুলুম-নির্যাতনে দেশের জনগণ অতিষ্ঠ। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এড. মোঃ কাওসার আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”