২৮ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ৭:৫১

বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশী নাগরিকসহ অন্ততঃ ৭ জন নিহত এবং বহু আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ

বনানীর এফআর টাওয়ারে আজ ২৮ মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন বিদেশী নাগরিকসহ অন্তত: ৭জন লোক নিহত এবং ২৮জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৮ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন বিদেশী নাগরিকসহ অন্তত: ৭জন লোক নিহত এবং ২৮জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।

আমি আশা করি সরকার তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনার কারণ খুঁজে বের করে এর প্রতিকারসহ ভবিষ্যতের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসাসহ পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”