১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:৫০

অধ্যক্ষ শফিউদ্দিন সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

দেশ বরেন্য কথা সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শফিউদ্দিন সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৪ ফেব্রুয়ারী এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সুসাহিত্যিক শফিউদ্দিন সরদার একজন অত্যন্ত জনপ্রিয় কথা সাহিত্যিক ছিলেন। তিনি তার লেখনীর মাধ্যমে সৃজনশীল সাহিত্য রচনা করে দেশের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি ইতিহাস ভিত্তিক উপন্যাস রচনা করে জাতিকে সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করেছেন এবং শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেয়ার প্রচেষ্টা চালিয়েছেন। তিনি একজন দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সারা জীবন শিক্ষাকতার পেশায় নিয়োজিত থেকে আদর্শবান মানুষ গড়ার জন্য সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতির বিরাট ক্ষতি হয়ে গেল।

তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান ।”