পবিত্র মাহে রমাদানের ডাক_২০২৪

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমাদানের আগমন


পবিত্রতা রক্ষা এবং তাক্বওয়ার ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহবান

রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের সামনে সমাগত।

জাতি এমনি এক দুঃসময় পবিত্র মাহে রমজান পালন করতে যাচ্ছে যখন অনির্বাচিত জালেম সরকারের জুলুম-নির্যাতনে দেশের জনগণ অতিষ্ঠ। সরকারের মদদে দেশে একদিকে গ্রেফতার, জেল, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ চলছে অব্যাহত গতিতে। অন্যদিকে সরকারি দলের ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি করে সিয়াম সাধনার সুষ্ঠু পরিবেশই ধ্বংস করে দিয়েছে। নিম্নবিত্ত ও হতদরিদ্র লোকদের রমজান পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারা একবেলা ভাত পেট ভরে খেতে পায় না। সেই সাথে ইফতার সামগ্রীর মূল্য এতটাই বৃদ্ধি করা হয়েছে যে, তা জনগণের নাগালের বাইরে চলে গিয়েছে। সেই দিকে সরকারের কোনো দৃষ্টি নেই। বর্তমান সরকার যদি জনগণের নির্বাচিত সরকার হত, তাহলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণকে কষ্ট দিয়ে নিজেরা বিলাসী জীবন-যাপন করতে পারত না।

তাই জনগণ যাতে স্বাচ্ছন্দ্যের সাথে পবিত্র মাহে রমাদান পালন করতে পারে সে জন্য চাল, ডাল, মাছ, গোশত, তরি-তরকারি, চিনি, খেজুর, ছোলা, মুড়ি ইত্যাদি দ্রব্যের মূল্য ভর্তুকি দিয়ে হলেও জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার ও জুলুম-নির্যাতন বন্ধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সকল রাজবন্দিগণ যাতে মুক্ত পরিবেশে সিয়াম সাধনা করতে পারে সেই জন্য তাদের সবাইকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ এবং সকল বেহায়াপনা বন্ধ করে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য আমি সরকার ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”