আরও

২৬ মার্চ ২০২১, শুক্রবার

রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ

রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৬ মার্চ দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে কাটাখালী থানার সামনে রংপুর থেকে একটি হায়েস মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি লেগুনাকে ধাক্কা দেয়। ফলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। আমি এই হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

অনেক সময় চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়া উচিত।

নিহতদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”