১০ ডিসেম্বর ২০২৫, বুধবার

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সময় কাটালেন আমীরে জামায়াত

চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের অল্পক্ষণ পরই ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু নিরীহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে এবং অনেকে গুরুতর আহত হন। গোটা জাতি শোকাহত হয় এ হৃদয়বিদারক ঘটনায়।

গতকাল ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মাইলস্টোন স্কুল পরিদর্শন করেন এবং নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

পরিদর্শন শেষে তিনি বলেন, “দুর্ঘটনার দিনই আমি ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলো পরিদর্শন করেছি এবং নিহতদের পরিবার ও মারাত্মকভাবে আহতদের খবর নিয়েছি। এরপর ব্যক্তিগত অসুস্থতা ও অনিবার্য কিছু কারণে সব পরিবারের বাসায় গিয়ে তাঁদের খোঁজখবর নিতে না পারায় গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমি আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আজ মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি- তিনি যেন তাঁদের ধৈর্য ধারণের শক্তি দেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন।

আমি শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ ও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার তাওফিক দানের জন্য মহান রবের নিকট দোয়া করছি।”