২১ জুন ২০২৪, শুক্রবার

রাজশাহী মহানগরী জামায়াতের ঈদ পুণর্মিলনী’২৪ অনুষ্ঠিত

কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “মহান আল্লাহ তায়ালার বাণীকে সর্বোচ্চ স্থান দিতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এজন্য বেশি বেশি কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে। কুরবানির মূল শিক্ষা হলো ভোগ নয়, ত্যাগ করা। আমাদেরকে কুরবানির ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে।”

২১জুন জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী’২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সভাপতি সিফাত আলম প্রমুখ নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দুনিয়ায় কোন সফলতা প্রকৃত সফলতা নয়, প্রকৃত সফলতা হলো পরকালে জান্নাত লাভ করা।

দেশের মানুষ আজ ভালো নেই। জাতিকে অকল্যাণের হাত থেকে মুক্ত করতে হলে ত্যাগের মাধ্যমেই তা সম্ভব। সমাজ থেকে জাহিলিয়াতকে বিতাড়িত করে হক বা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। দুনিয়া হলো মুমিনদের জন্য পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা ছাড়া অতি সহজেই জান্নাত লাভ করা সম্ভব নয়। আর যথাযথভাবে পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে নেতৃত্ব পাওয়া যায়। উদাহরণ হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম (আঃ)।”