আরও

৯ আগস্ট ২০২৩, বুধবার

পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে ১০ লক্ষ মানুষ পানি বন্দী ও ৫ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে ১০ লক্ষ মানুষ পানি বন্দী ও ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৯ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অতিবর্ষণ, সামুদ্রিক জোয়ার ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দবরানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম কক্সবাজার সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। ৩৫৯টি স্থানে পাহাড়ের মাটি ধ্বসে পড়েছে। চট্টগ্রাম মহানগরীসহ বন্যাদুর্গত জেলাগুলোর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এপর্যন্ত পাহাড় ধ্বসে ও পানিতে ডুবে ৫ জন নিহত হয়েছে। পাহাড়ি ঢলের ফলে ১০ লক্ষ লোক পানি বন্দী হয়ে পড়েছে। ৩০০ জন পর্যটকও আটকা পড়েছে। পানিবন্দী লোক ও পর্যটকদের উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

পানিবদ্ধতার ফলে চট্টগ্রাম মহানগরীর জনগণের অবস্থা অত্যন্ত শোচনীয়। মহানগরীর রাস্তাগুলোতে কোথাও কোমর, আবার কোথাও বুক পর্যন্ত পানি। শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ১৫ বছরে সরকার ৭ হাজার কোটি টাকা খরচ করেও চট্টগ্রাম শহরকে পানিবদ্ধতা মুক্ত করতে পারেনি। এটা সরকারের চরম ব্যর্থতা এবং উন্নয়নের ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়।

পানি বন্দী মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সেখানে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রচন্ড অভাব বিরাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের জন্য জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে সাহায্য সামগ্রী পাঠানো প্রয়োজন। পানিবন্দী লোকদের ও আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং বন্যাদুর্গত মানুষের জন্য জরুরী ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট এলাকার জামায়াতের নেতাকর্মী এবং সচ্ছল ও দানশীল ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।

বন্যার পানিতে ডুবে ও পাহাড় ধ্বসে যারা নিহত হয়েছেন আমি তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”