২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১১:৫৩

চড়া দামেই আটকে আছে বেশিরভাগ নিত্যপণ্য

চড়া দামেই আটকে আছে বেশিরভাগ নিত্যপণ। পুরো শীত মওসুমে সবজির দাম কমেনি। দফায় দফায় বেড়ে চড়া দামে উঠা নিত্যপণ্যের দাম কমছে না। পেয়াঁজের দাম এখনো একশ টাকার বেশি, আদা-রসুনের দাম দু’শ টাকার বেশি। চাল, ডাল, চিনি, ডিম, মুরগি ও মাছ- গোশতের দাম বৃদ্ধি পেয়ে এখনো কমার কোন লক্ষণ নেই। অল্প আয়ের মানুষেরা দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। সরকারের নানা পদক্ষেপ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোন কাজে আসছে না।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, শীত শেষে বাজারে নতুন নতুন সবজি আসতে শুরু করেছে। নতুন ঋতুর এসব সবজি বিক্রি হচ্ছে উচ্চ দামে। বিক্রেতারা বলছেন, নতুন আসায় এসব সবজির দাম কিছুটা বেশি। তবে অন্যান্য সবজির দাম কমে এসেছে। বাজারে শিম ৬০ টাকা, শালগম ৪০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, পেঁয়াজ কলি ৪০ টাকা, মটরশুঁটি ৮০-১০০ টাকা, সাদা মুলা ৪০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৮০-১০০ টাকা, খিরাই ৭০ টাকা, উচ্ছে ১২০ টাকা, করলা ১৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, পটল ১৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা, সজনে ১৮০-২০০ টাকা, কচুমুখী ১২০, কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, ধনেপাতা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিটি লাউ ১০০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ব্রকলি ৫০ করে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে কয়েক প্রকার ডালের দাম। ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, মুগ ডাল ১৭৫ টাকা, খেসারি ডাল ১১০ টাকা, বুটের ডাল ১১০ টাকা, ছোলা ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে দেখা যায়, ছোট মসুর ডাল ৫ টাকা, বুটের ডাল ১০ টাকা, ছোলা ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এছাড়া মুদি পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকা, খোলা সয়াবিন ১৪৯ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, খোলা চিনি ১৪০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলু-পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে দেশি রসুন ও চায়না আদার দাম। মানভেদে দেশি পেঁয়াজ ১২০-১৩০ টাকা, আলু ৩০ টাকা, দেশি আলু ৫০টাকা, নতুন দেশি রসুন ১৪০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, ভারতীয় আদা ২০০-২২০, চায়না আদা ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় দেশি রসুনের দাম ১০ টাকা এবং চায়না আদার দাম ২০ টাকা কমেছে।

এছাড়া বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী ১৭০০-২৩০০ টাকা, রুই মাছ ৩৫০-৬০০ টাকা, কাতল মাছ ৪০০-৬৫০ টাকা, কালিবাউশ ৫০০-১০০০ টাকা, চিংড়ি মাছ ৭৫০-১৫০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, কৈ মাছ ২৫০-১২০০ টাকা, পাবদা মাছ ৪০০-৭০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০ টাকা, টেংরা মাছ ৬০০-৮০০ টাকা, মেনি মাছ ৫০০-৮০০ টাকা, বেলে মাছ ১২০০ টাকা, বোয়াল মাছ ৬০০-১২০০ টাকা, রূপচাঁদা মাছ ১০০০-১২০০ টাকা, শোল মাছ ৭০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা, কক মুরগি ২৯৫-৩০৫ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা, দেশী মুরগি ৫০০ টাকা, গরুর গোশত ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির লাল ডিম ১৩৫ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।

https://www.dailysangram.info/post/549639