১৯ জানুয়ারি ২০২৪, শুক্রবার, ৪:৫৩

শীতে কাবু স্কুল শিক্ষার্থীরা

বিভিন্ন স্থানের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

 

তীব্র শীতের দাপটে কাঁপছে সারা দেশ। আর এই শীতের প্রকোপে চরম দুর্ভোগে পড়েছে খুদে শিক্ষার্থীরা। যদিও সরকারের পক্ষ থেকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে ওই জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু তার পরও সরকারের এই নির্দেশনা মানছেন না কয়েক জেলার শিক্ষা কর্মকর্তারা। তবে গত বুধবারের তাপমাত্রা বিবেচনায় নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে কুড়িগ্রাম জেলার মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে দেশের অন্যান্য আর কোনো জেলাতেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি। যদিও এখনো অনেক জেলা উপজেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই রয়েছে। এ নিয়ে অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে।

এ দিকে শীতের প্রকোপে কুড়িগ্রামের হাইস্কুল ও মাদরাসা এবং প্রাথমিক বিদ্যালয়গুলো গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের আবওহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

অন্য দিকে দেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলেও সেসব জেলায় এখনো স্কুল-মাদরাসা বন্ধ ঘোষণা না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। গত বুধবার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বান্দরবান জেলার তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৪ ডিগ্রিতে। এ ছাড়াও সীতাকুণ্ডতে ৯ দশমিক ৫ ডিগ্রি, বরিশালে ৯ দশমিক ৭ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রিতে। এ ছাড়াও তাপমাত্রা ১০ অথবা ১১ ডিগ্রিতে নেমে এসেছে যশোরে ১০ দশমিক ৮ ডিগ্রিতে, ভোলায় ১০ দশমিক ৫ ডিগ্রিতে, পটুয়াখালীতে ১১ দশমিক ৫ ডিগ্রি, সাতক্ষীরা ১১ দশমিক ৭ ডিগ্রি, ফেনীতে ১০ দশমিক ৭ ডিগ্রি, ফরিদপুর ১০ দশমিক ৫ ডিগ্রি, মাদারীপুর ১০ দশমিক ৮ ডিগ্রি, গোপালগঞ্জ ১০ দশমিক ৪ ডিগ্রিতে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো: শামসুল আলম গণমাধ্যমকে জানান, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়াতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী দুই দিনের তাপমাত্রা পর্যালোচনা করে পরবর্তীতে স্কুল আরো কিছু দিন বন্ধ রাখা হবে কি না, তা সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ডিডি স্যারের সাথে আলোচনা করে বৃহস্পতিবার থেকে জেলার সব হাইস্কুল ও মাদরাসা বন্ধ রাখতে বলা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

অন্য দিকে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নবেজ উদ্দিন জানান, আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে স্কুল খুলে যাবে।

https://www.dailynayadiganta.com/first-page/807496