১৭ জানুয়ারি ২০২৪, বুধবার, ১২:১৮

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ হাজার ২৪ জন ----বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলছে, ২০২৩ সালে দেশে ৫ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন। এর মধ্যে ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৬৪১ জন মারা গেছে বলেও জানিয়েছে সরকারি সংস্থাটি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে বি আরটিএ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এর আগে গত রবিবার বিদায়ী বছরটিতে ছয় হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনা এবং ৭ হাজার ৯০২ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে বি আরটিএ চেয়ারম্যান জানান, গত ডিসেম্বরে ৪৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঢাকা বিভাগে। তিনি জানান, ঢাকা বিভাগে নিহতের সংখ্যা ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন, ময়মনসিংহে ৪৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা শতকরা ২৫ দশমিক ৩৯ শতাংশ।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, ২০২৩ সালে দেশে ছয় হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত ও ১০ হাজার ৩৭২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ হয়েছেন। এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৩১টি। এসব দুর্ঘটনায় ২ হাজার ১৫২ জন নিহত ও ১৩৩৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৪৩ শতাংশ, নিহতের ২৭.২৩ শতাংশ ও আহতের ১২.৯০ শতাংশ। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬ হাজার ৯২৯টি দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন নিহত এবং ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছেন।

https://www.dailysangram.info/post/546286