১৭ জানুয়ারি ২০২৪, বুধবার, ১২:১৮

হাড় কাঁপানো শীতে বৃষ্টির পূর্বাভাস ॥ বাড়বে দুর্ভোগ

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় হাড় কাঁপানো শীত পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে। দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এছাড়া অনুভূতি বেশি হওয়ায় এবার শীতের কাঁপুনিও বেশি। এই অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী দুই তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের এই প্রকোপের মধ্যে বৃষ্টি জনজীবনে নতুন করে দুর্ভোগ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ১৭ জানুয়ারি বুধবার দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশও। তিনি জানান, ১৭ জানুয়ারি ভোরের মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলার সীমান্তবর্তী মেঘালয় পর্বতের ওপরে অল্প বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জানুয়ারি দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই আবহাওয়াবিদ আরও জানান, বুধবার রাত ১২টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হবে। এরপর বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে ও সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।

এদিকে গতকাল আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিনদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘিœত হতে পারে।

মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া কোথাও কোথাও মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বুধবার খুলনা বিভাগের দু এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। 

খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে পারে। বৃহষ্পতিবার রাজশাহী, ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা। অন্যদিকে, পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

https://www.dailysangram.info/post/546281