১৫ জানুয়ারি ২০২৪, সোমবার, ৩:১৬

হজ নিবন্ধনে গতি ফেরেনি

 

বারবার তাগাদা দিয়েও হজযাত্রী নিবন্ধনে কাক্সিক্ষত সাড়া মেলেনি। গতকাল পর্যন্ত মাত্র ৩৭ হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এখনো বাকি রয়েছে প্রায় ৯০ হাজার কোটা। এ অবস্থায় ধর্মমন্ত্রণালয় প্রাক-নিবন্ধতদের নির্ধারিত সময় আগামী ১৮ জানুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ১৯৮ জন। আর বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন এক লাখ ১৭ হাজার জন। সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় দফা সময় বাড়িয়ে গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৩৪৬ জন। এখনো নিবন্ধনের বাকি রয়েছে ৮৯ হাজার ৮৫২ জনের।

ধর্ম মন্ত্রণালয় দ্বিতীয় দফা সময় বাড়িয়ে আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করেছে। এ সময় সীমা শেষ হতে আর মাত্র চারদিন রয়েছে। কিন্তু মোট কোটার তিনভাগের দুই ভাগেরও বেশি এখনো বাকি থাকায় নিবন্ধনের সময় বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই সরকারের হাতে। মন্ত্রণালয় সূত্রেও আবারো সময় বাড়ানো হতে পারে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের সময় আরো এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে। তবে এর মধ্যেই গতকাল ধর্মমন্ত্রণালয় থেকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকারিভাবে এ বছর হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আর বেসরকারি মাধ্যমে প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে আট লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

https://www.dailynayadiganta.com/first-page/806481