৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৬:৫৯

যুক্তরাজ্য সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠায়নি

 

কয়েকজন বিদেশী পর্যবেক্ষক গত রোববার অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্যের কয়েকজন নাগরিক রয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

তবে যুক্তরাজ্য থেকে আগত ওই ‘পর্যবেক্ষক’দের সাথে দেশটির সরকারের কোনো সম্পর্ক নেই।

যুক্তরাজ্য সরকার বাংলাদেশের নির্বাচন উপলক্ষে কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠায়নি- এই তথ্য নিশ্চিত করে গতকাল সোমবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনের একজন মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাজ্য সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠায়নি। অন্যান্য পর্যবেক্ষক মিশনগুলো স্বাধীন। তারা যুক্তরাজ্য সরকারের সাথে যুক্ত নয়।’

https://www.dailynayadiganta.com/first-page/804995