৮ জানুয়ারি ২০২৪, সোমবার, ৬:৪৭

চট্টগ্রামে অস্ত্র হাতে কে এই যুবক?

 

রোববার সকালে ভোটগ্রহণ শুরুর  প্রথম কয়েক ঘণ্টা স্বাভাবিক ছিল পরিস্থিতি। এরপর চট্টগ্রাম জেলার ১৬টি আসনের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে সংঘর্ষের খবর। এরমধ্যে বিভিন্ন স্থানে আহত হয়েছেন শতাধিক। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১৫ জন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে নগরের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৌকার মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের সঙ্গে ফুলকপি প্রতীকের প্রার্থী মঞ্জুর আলমের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। এতে  শান্ত বড়ুয়া (২৪)  ও মোহাম্মদ জামাল (৩৫) নামে দুইজন গুলিবিদ্ধও হয়েছেন। সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে নৌকার সমর্থকদের তাড়া করতে দেখা যায় শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম নামে এক যুবককে।

নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দেয়া ব্ল্যাক শামীম স্থানীয় কাউন্সিলর  এবং ওমরগণি এমইএস কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী। চট্টগ্রাম-১০ আসনের  (খুলশী-পাহাড়তলী-হালিশহর)  নির্বাচনে  যুবলীগ নেতা ওয়াসিম  স্বতন্ত্র প্রার্থী ও চসিক’র সাবেক মেয়র মঞ্জুর আলমের পক্ষে কাজ  করছেন। মূলত ওয়াসিমের হয়ে শামীম মঞ্জুর আলমের পক্ষে ভাড়াটে হিসেবে গিয়েছিলেন। এদিকে শামীমের বিষয়ে জানতে চাইলে ওয়াসিম উদ্দিন  মানবজমিনকে বলেন,  ‘শামীম ছাত্রলীগের কর্মী।

তবে সে ওইখানে আমার হয়ে গেছে সেটা সত্য নয়। আর কে, কখন, কী করছে এতকিছু দেখার সময় কোথায়।’ আর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘অস্ত্র হাতে একজনের ছবি আমরা পেয়েছি। এখন তাকে আমরা খুঁজছি।’ ভোটের সকালে পটিয়া পৌরসভার আবদুছ ছোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এলে নৌকার সমর্থকদের তোপের মুখে পড়েন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। ভোটাররা তার সামনে ‘নৌকা- নৌকা’ স্লোগান দেন এবং পিছু নেন। এ সময় তিনি হেঁটে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে  বোয়ালখালীর  দক্ষিণ সারোয়াতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ইউপি সদস্য সুরেশ চৌধুরীর ওপর হামলা চালায় কেটলি প্রতীকের প্রার্থীর সমর্থকরা। এতে তার মাথা ফেটে যায়।

বেলা পৌনে ৩টার দিকে বাঁশখালীর উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখে স্বতন্ত্র প্রার্থী মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে  মোস্তাফিজের গাড়ি ভাঙচুর করা হয় ও ঢিলের আঘাতে তার মাথা ফেটে যায়। এ সময় তার অনুসারীদেরও ধাওয়া দেয়া হয়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

https://mzamin.com/news.php?news=92144