৮ জানুয়ারি ২০২৪, সোমবার, ৬:৪৭

ভোটার উপস্থিতি দেখাতে ডামি লাইন

 

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা। ভোটারদের দীর্ঘ সারি নেই। ভোটকক্ষেও অলস সময় পার করতে দেখা গেছে পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের। কিছুক্ষণ পর পর আসছেন একজন ভোটার। কিন্তু বনানী মডেল হাই স্কুলে দেখা গেছে ভিন্ন এক চিত্র। স্কুলটিতে দুপুরে দুই দফায় বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে দেখাতে ডামি লাইন (কৃত্রিম সারি) তৈরি করা হয়েছে। দুপুর ১১টা ৫৮ মিনিটের দিকে স্কুলটিতে আসেন বিদেশি কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক। তারা আসার খবরে লাইনে দাঁড়িয়ে যান কিছু নারী। ৪ মিনিটের ব্যবধানে সেখানে দীর্ঘ লাইন তৈরি হয়। এরপর সাংবাদিকরা চলে গেলে লাইন ছেড়ে চলে যান তারা।

তারপর তাদের কেন্দ্রের বাইরে গিয়ে খিচুড়ির প্যাকেট সংগ্রহ করতে দেখা যায়। এর আগে সকাল সোয়া ১১টার দিকেও নির্বাচন পর্যবেক্ষণে আসা গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড আসার খবরে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল সেখানে। ১১টা ২৫ মিনিটে ওসব নারী লাইনে দাঁড়ান। কিন্তু ওই পর্যবেক্ষক চলে গেলে ১১টা ৪২ মিনিটে আবার লাইন ছেড়ে চলে যান তারা। লাইনে দাঁড়ানো নারীদের একজন বলেন, তাদের কড়াইল বস্তি থেকে স্থানীয় আওয়ামী লীগের নেত্রীরা নিয়ে এসেছেন।

https://mzamin.com/news.php?news=92148