৮ জানুয়ারি ২০২৪, সোমবার, ৬:৩১

মাইকিং করে বাসায় গিয়ে কলিং বেল বাজিয়ে ভোটার আনার চেষ্টা 

রাজধানীর সূত্রাপরে শেষ মুহূর্তে মাইকিং করে ও বাসায় বাসায় গিয়ে কলিং বেল বাজিয়ে ভোটারদের ডাকছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা-৬ আসনের ৪২ নম্বর ওয়ার্ডে দুপুরের দিকে এমন চিত্র দেখা গেছে। ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির ও তার অনুসারীরা মাইকিং করে ভোটারদের ভোট দিয়ে নিজের অধিকার আদায়ের কথা বলেন। 

ঢাকা-৬ আসনের সূত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ডের রঘুনাথ দাস লেনসহ বিভিন্ন অলিগলিতে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, নাসির ভাইয়ের সালাম নিন নৌকায় মার্কা ভোট দিন। যারা যারা এখনও ভোট দেননি, তারা অতিদ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন। এ সময় তারা বিভিন্ন বাসায় গিয়ে কলিংবেল বাজিয়ে ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য স্থানীয় জনসাধারণকে আহ্বান জানান।

মাইক দিয়ে ভোটারদের কেন্দ্রে আহ্বান জানানোর বিষয়ে সূত্রাপুর এলাকার বাসিন্দা নৌকা সমর্থিত রিফাত (২৫) নামের একজন কর্মী বলেন, ওপরের নির্দেশে আমরা মাইকিং করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছি। ভোট দেওয়া সবার অধিকার। আমি নৌকার সমর্থক বলে যে শুধু নৌকায় ভোট দিতে বলতে যাচ্ছি বিষয়টি এমন নয়। আমি কেন্দ্রে গিয়ে সবার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করছি। এদিকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা-৬ আসনের ৯টি কেন্দ্রে ভোট পড়েছে ১৯.৪১ শতাংশ । কেন্দ্র  নম্বর ১ কেন্দ্রীয় পশু হাসপাতালে মোট ভোটার ২১১৪ জন। ভোট পড়েছে ৩৫৭টি। কেন্দ্র নম্বর ৪ অল কেয়ার প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে মোট ভোটার ১৮৭২ জন। ভোট পড়েছে ৩৫০টি। কেন্দ্র নম্বর ১১ পোগোজ ল্যাবরেটরি অ্যান্ড হাইস্কুলে মোট ভোটার ২৬৬৪ জন। ভোট পড়েছে ৯৮৩টি। কেন্দ্র নম্বর ১২ ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনে মোট ভোটার ২২৭৯ জন। ভোট পড়েছে ৩২৮টি। কেন্দ্র নম্বর ১৫ বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ৩২২০ জন। ভোট পড়েছে ৫৭০টি। কেন্দ্র নম্বর ১৬ নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার হচ্ছ ১৭৯২ জন। ভোট পড়েছে ২৯৩টি। কেন্দ্র নম্বর ১৯ গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩৯৫১ জন।

https://www.dailysangram.info/post/545468