৩ জানুয়ারি ২০২৪, বুধবার, ২:৫৭

আবারো ১৮ জন করোনা আক্রান্ত

 

আবারো মোট নমুনা পরীক্ষার ১৮ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩.৮০ শতাংশ। জানুয়ারির গত দুই দিনে ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছে দেশে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা সন্দেহে ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যে ১৮ জন আক্রান্ত হয়েছে তাদের সবাই ঢাকায় অবস্থান করছেন। তবে মোট নমুনা পরীক্ষার ৩৮৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ফরিদপুরের ৭৮ জন ছিলেন। এ ছাড়া চট্টগ্রামে একজন, কক্সবাজারে সাতজন এবং সিলেটে পাঁচজনের করোনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাসে গতকাল কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, গত ডিসেম্বরে দেশে ২১৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ সংখ্যাটা গত বছরের অক্টোবর ও নভেম্বর থেকে বেশি। গত বছরের অক্টোবরে ২০৪ জন এবং নভেম্বরে ১৪৬ জন করোনা শনাক্ত হয়। ডিসেম্বরে করোনায় কারো মৃত্যু হয়নি।

করোনা বাড়ছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আবারো হাত ধোয়া এবং জনসমাগমে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। প্রয়োজন না হলে জনসমাবেশে না যেতে বলেছেন তারা। বিশেষ করে মুখে হাত দেয়া এবং কিছু খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে বলেছেন। বাইরে থেকে ঘরে প্রবেশ করলে কোনো কিছু ধরার আগে সাবান দিয়ে কমপক্ষে ২১ সেকেন্ড হাত ধুয়ে নিতে বলেছেন। তাহলে বাইরে জীবাণুর সংস্পর্শে এলেও তা ঘরে আসবে না।

প্রসঙ্গত শীত পড়ার সাথে বিশ্বের প্রতিটি শীতপ্রধান দেশে করোনা শনাক্ত বেড়ে গেছে। যেসব দেশে করোনা শনাক্ত বেড়েছে সেসব দেশে করোনার পুরনো ভ্যারিয়েন্টতো আছেই আবার এর সাথে যোগ হয়েছে নতুন ভ্যারিয়েন্ট জেএন.১। আমাদের পাশের দেশ ভারতেও জেএন.১ ভ্যারিয়েন্টে মানুষ আক্রান্ত হচ্ছে। তবে ভারতের জনসংখ্যার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম কিন্তু বাংলাদেশে ভারতের চেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর সারা ভারতে ৮৪১ জন করোনা শনাক্ত হয়েছে। বিগত ২২৭ দিনে ভারতের এটাই ছিল সবচেয়ে বেশি করোনা শনাক্ত।

https://www.dailynayadiganta.com/first-page/803391