১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৭:২০

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাতে দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের ৩০ গজ অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম জানান, বাড়াতি সীমান্ত দিয়ে গরু আনতে যান কয়েকজন গরু ব্যবসায়ী। এসময় ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ৩২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর বিওপির সদস্যরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর রহমান ও খাজা মইনুদ্দীন।

নিহত খাজা মইনুদ্দীনের বড় ভাবী রূপালী খাতুন জানান, আমার দেবর খাজা মইনুদ্দীন গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে চা খেতে যায়। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পায় ভারতে গরু আনতে খাজা বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

দর্শনা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দু’জনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহতদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


বিষয়টি জানতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানকে সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

https://www.dailynayadiganta.com/first-page/799538