১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৭:২০

১৪ দূতাবাসের বিবৃতি

মানবাধিকার সুরক্ষায় গণতন্ত্রের মৌলিক ভূমিকা রয়েছে

মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন অগ্রযাত্রায় গণতন্ত্র মৌলিক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশে অবস্থিত ১৪টি মিশন।

গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে দূতাবাস ও হাইকমিশনগুলো যৌথ বিবৃতিতে বলেছে, মানবাধিকারের বৈশ্বিক ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়ন, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার কাজে নিবেদিতদের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করছি। মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন অগ্রযাত্রায় গণতন্ত্র মৌলিক ভূমিকা পালন করে। মানবাধিকারের বৈশ্বিক ঘোষণার প্রতি আমাদের প্রতিশ্রুতি অবিচল রয়েছে।

বিবৃতিদাতা দেশগুলো হল- অষ্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইইউ। 

https://www.dailynayadiganta.com/first-page/797913