৫ নভেম্বর ২০২৩, রবিবার, ১০:২১

ডেঙ্গুর মৃত্যু কমছে না : নতুন মৃত্যু ১৩ আক্রান্ত ১৬৩৮

 

নভেম্বর চলে এলেও ডেঙ্গুর মৃত্যু কমছে না। সাধারণত শুষ্ক মৌসুম হওয়ায় নভেম্বরে মৃত্যু ও সংক্রমণ দুটোই তুলনামূলক কমে আসে। কিন্তু এবার মনে হচ্ছে ডিসেম্বরেও তেমন কমবে না ডেঙ্গু সংক্রমণ। গতকাল শনিবার সকাল পর্যন্ত সারা দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তদের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৩৮ জন। ২০২২ সালে ৩ নভেম্বর দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৮২ জন রোগী। কিন্তু এবার গতকাল শনিবার আগের বছরের তুলনায় দ্বিগুণ আক্রান্ত হয়েছে। মৃত্যুও ছিল বেশি।

 

অন্য দিকে ২০২২ সালের ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত দেশে মোট মৃত্যু হয় ১৬১ জন। এবার ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৮০ জন। গতকাল শনিবারের ১৩ জনসহ দেশে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৯৩ জন। আজ রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এক হাজার ৪০০ অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

দেশে সমস্যার শেষ নেই। ঢাকায় অন্যান্য সমস্যার মধ্যে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে ঢাকাবাসী মনে করছেন।
আজিজুল হক ঢাকার মগবাজারের বাসিন্দা। তিনি নয়া দিগন্তকে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকাবাসীর মনে জ্বল জ্বল করবে পরবর্তী অনেক বছর। ঢাকাবাসী অন্তত আশা করে শীতকালটা ডেঙ্গুমুক্ত থাকতে। কিন্তু বর্তমান দুই মেয়রের পক্ষে তা সম্ভব হবে না বলে তিনি বিশ্বাস করেন।
বাড্ডায় বাস করেন মাহফুজুল হক। তিনিও মনে করেন, সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত মশক নিধন অভিযান পরিচালনা করতে পারলে সম্ভব কিন্তু তাদের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকায় ছয়জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সাতজন রয়েছেন। গতকাল দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে ঢাকায় ছিলেন ৪৩০ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২০৮।
গতকাল পর্যন্ত চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে যতজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকায় ৮২৬ জন এবং ঢাকার বাইরে ৫৬৭ জন মারা গেছে। চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৭ হাজার ৮০১ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭১৭ জন। ঢাকার বাইরে এক লাখ ৭৭ হাজার ৮৪ জন।

গতকাল শুক্রবার পর্যন্ত নভেম্বর মাসের গত চার দিনে (প্রকৃতপক্ষে ৩ দিন ৮ ঘণ্টা) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৬২৬ জন এবং এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জন।
চলতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্তই দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার বেশি। জুলাইয়ে আক্রান্ত হয়েছিল ৪৩ হাজার ৮৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে ২০৪ জন। আগস্টে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৭১ হাজার ৯৭৬ জন এবং ৩৪২ জন।


সেপ্টেম্বর মাসে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৭৫ হাজার ৫৯৮ জন এবং ৩৯৬ জন। অক্টোবর মাসে আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৭৬৯ জন এবং ৩৫৯ জনের।

https://www.dailynayadiganta.com/first-page/789161