৪ নভেম্বর ২০২৩, শনিবার, ৩:০৭

মৃত ব্যক্তি ও প্রবাসীরাও আসামি

 

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সরকার পতনের চলমান এক দফা আন্দোলনে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে। এসব মামলায় ১১ বছর আগে মৃত ব্যক্তি ও ৯ মাস ধরে প্রবাসে থাকা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

খুলনায় ১১ বছর আগে মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ

খুলনা ব্যুরো জানায়, খুলনার তেরখাদা থানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে পাকা রাস্তা কেটে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার এজাহারভুক্তদের মধ্যে ১৭ নম্বর আসামি জালাল উদ্দিন চৌধুরী ১১ বছর আগে মারা গেছেন বলে তেরখাদা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী ফখরুল ইসলাম বাবু অভিযোগ করেছেন। অভিযোগকারী বাবুও ওই মামলার ১০ নম্বর আসামি। গত বুধবারের ঘটনায় গত বৃহস্পতিবার করা মামলায় ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে তেরখাদা উপজেলার মধুপুর স্লুইচগেট এলাকা। এ ব্যাপারে তেরখাদা থানার ওসি মোশাররফ হোসেনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, মামলার ওই আসামির বয়স বলা হয়েছে ৪০ বছর এবং পিতার নাম অজ্ঞাত। তা ছাড়া গ্রামে একই নামে অন্য লোক থাকা স্বাভাবিক। বিএনপির লোকজন এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করছে।

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াত নেতাসহ ২৩ জন আটক
চুয়াডাঙ্গা ও দামুড়হুদা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও জামায়াত নেতাসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে আলমডাঙ্গায় ১১ জন চুয়াডাঙ্গা সদরে তিনজন দামুড়হুদায় পাঁচজন ও দর্শনায় চারজন রয়েছেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে শুক্রবার চুয়াডাঙ্গা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলালকে পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। গত সাত মাস আগে ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। শুক্রবার মধ্য রাতে ঝালকাঠি সদর এবং নলছিটি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার এ তথ্য জানান।

পুলিশ হত্যা মামলায় সিলেটে যুবদল নেতা গ্রেফতার
সিলেট ব্যুরো জানায়, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যা মামলায় সিলেট থেকে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছেন র‌্যাব-৯। ওই যুবদল নেতা নাম আনসার উদ্দিন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি। র‌্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়ে বলেন, আনসার উদ্দিন পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ৩৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। শুক্রবার খৈয়াছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু ছালেক বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার খাদেমুল ইসলাম প্রকাশ নিলু ও পশ্চিম মিরসরাই এলাকার আমান উদ্দিন কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলাটি দায়ের করে।

কুলিয়ারচরে ১,৯৮৪ জনের নামে তিন মামলা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা দায়ের করেছে। তিনটি মামলায় ১ হাজার ৯৮৪ জনকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার দেখানো হয়। তবে সংঘর্ষে বিএনপির দুই নেতা মৃত্যু ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

উখিয়ায় সৌদি প্রবাসীর নামে হরতালে নাশকতা মামলা
কক্সবাজার অফিস জানায়, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া আবছার বাপের পাড়া গ্রামের বাসিন্দা আবদুস সালাম প্রায় ৯ মাস থেকে সৌদি আরব অবস্থান করছেন। তিনি প্রবাসে থেকেও বিএনপির অন্য নেতাকর্মীদের সাথে হরতালে নাশকতার মামলায় আসামি হলেন। গত ৩১ অক্টোবর উখিয়া থানায় দায়েরকৃত মামলায় তাকে ৩৩ নং আসামি করা হয়েছে। এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদি এসআই আব্দুল ওয়াহেদ বলেন, এগুলো রাজনৈতিক মামলা তো, হতাশ হওয়ার কিছুই নাই। অসুবিধা হবে না। তদন্ত কর্মকর্তা দেখেশুনে প্রতিবেদন দিবেন।

কুষ্টিয়ায় জামায়াতের ৭ জন আটক
কুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকালে পুলিশ শহরতলীর জগতি এলাকা থেকে জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জানান, সকালে জগতি এলাকা থেকে ৭ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আটক করে। আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া পৌর আমির অধ্যাপক রাজিউদ্দিন শাহিন, অধ্যাপক ইউনুস আলী, সিরাজুল ইসলাম, মাসুদ মুর্তজা, আবুল কাশেম ও আব্দুর রহিম। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/788916