৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৫:৩০

ডেঙ্গুতে এক মাসে ৩৫২ জনের প্রাণহানি

 

ডেঙ্গুতে চলতি মাসে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছে। দেশে এই নিয়ে ডেঙ্গুতে এবছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে। একদিনে আরও ১ হাজার ৭০৮ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬৯  হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৮ হাজার ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭০ হাজার ৬৩২ জন। মৃত ১ হাজার ৩৪১ জনের মধ্যে নারী ৭৬২ জন এবং পুরুষ ৫৭৯ জন।

মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫৩২ জন এবং রাজধানীতে ৮০৯ জন। 
ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৩৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৭০৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৩ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৮৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬৭৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ২৯ জন এবং নারী ১ লাখ ৭ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬১ হাজার ৫৮৪ জন।

https://mzamin.com/news.php?news=81091