৩০ অক্টোবর ২০২৩, সোমবার, ৫:০৬

অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুঁজে পাওয়াটা গুরুত্বপূর্ণ : ইইউ

 

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস বলেছে, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়াটা গুরুত্বপূর্ণ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় দূতাবাস এই অভিমত ব্যক্ত করেছে। এতে বলা হয়েছে, ঢাকার রাস্তায় সহিংসতা ও জীবনহানি দেখে ইইউ এবং এর সদস্য দেশগুলো মর্মাহত। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়াটা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউ সবচেয়ে বড় পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে। ইইউর একটি প্রাকনির্বাচনী মূল্যায়ন দল গত জুলাইতে বাংলাদেশ ঘুরে গেছে। তাদের মূল্যায়ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইইউ সদর দফতর বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকা এবং বাংলাদেশে নির্বাচনের শর্তগুলো অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। তবে পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের অনুরোধে ইইউ একটি ছোট বিশেষজ্ঞ দল পাঠাতে সম্মত হয়েছে, যাদের লজিস্টিক সাপোর্ট দেবে বাংলাদেশ সরকার।


গত ২৫ জুলাই ঢাকা সফরে এসে ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতির ওপর নজর রাখবে ইইউ। মানবাধিকার বাংলাদেশ ও ইইউর সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা বিদেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইইউ।

 

https://www.dailynayadiganta.com/first-page/787717