২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার, ৭:২২

রেকর্ড দামে স্বর্ণ

ফের লাখ টাকা ছাড়াল স্বর্ণর দাম। এ দাম নতুন করে রেকর্ড সৃষ্টি করেছে। নতুন দর অনুযায়ী ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। এর আগে স্বর্ণের দাম এত বেশি হয়নি। এর আগে সর্বশেষ গত ১৫ অক্টোবর স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানায়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণর (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণর দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

https://www.deshrupantor.com/business/2023/10/26/462912