২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১১:২৩

জ্বালানি খাতের কেনাকাটায় জোর

 

দীর্ঘ মেয়াদে জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি আমদানির তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন করেছে সরকার। একই সঙ্গে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুতের পোল ও সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্রও অনুমোদন দিয়েছে।

গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়ক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি পেট্রোবাংলার জন্য এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি আলাদা প্রস্তাব এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পোল ও সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে। ক্রয় কমিটির অনুমোদিত ২৫টি প্রস্তাবে মোট অর্থ ব্যয় হবে ১৪ হাজার ৪৫৫ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ১২০ টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

পরে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ২০২৪ সালের জন্য সৌদি আরবের সৌদি আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল সংস্থা (এডিএনওসি) থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সাঈদ মাহবুব খান জানান, পেট্রোবাংলার মাধ্যমে মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের (ইইবিএল) মাধ্যমে এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া পেট্রোবাংলার মাধ্যমে এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত ০.৮৫ এমটিপিএ এবং ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত ১.০০ এমটিপিএ এলএনজি আমদানির লক্ষ্যে নেগোসিয়েশন করা দরপত্র প্রস্তাব চূড়ান্তকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, পেট্রোবাংলার মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি সিঙ্গাপুরের ভিটোল এশিয়ার কাছে থেকে প্রতি এমএমবিটিইউ ১৭.৫৫ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২০ বছর মেয়াদে ওই কম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৮৯ টাকা হিসাবে আনুমানিক ছয় হাজার ৪১০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২০ বছর মেয়াদে ওই কম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসাবে আনুমানিক চার হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ার কম্বাইন্ড সাইকল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইনের ক্ষতিগ্রস্ত কম্প্রেসর মেরামত সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ডের জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে ১৬৭ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৬৭ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের দুটি আলাদা প্রস্তাবে খুলনা বিভাগের জন্য ৪৯ হাজার বৈদ্যুতিক পোল বা খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতায় আলাদা তিনটি লটে ইউরিয়া ও রক ফসফেট কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ২৫ হাজার ১২৫টি ল্যাপটপ কেনা হবে। ল্যাপটপ কিনতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি টাকা।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার টন গম কেনার অনুমোদন পেয়েছে খাদ্য অধিদপ্তর। সিঙ্গাপুরের এমএস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই গম কিনতে ব্যয় হবে ১৬৪ কোটি ৭৪ লাখ টাকা। এ ছাড়া আলাদা আরেকটি প্রস্তাবে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে চট্টগ্রাম সাইলোর বিএমআরইকরণ কার্যক্রম সরাসরি ক্রয় পদ্ধতিতে ভিগান ইঞ্জিনিয়ারিং এসএ বেলজিয়ামের কাছ থেকে ৬৩ কোটি ২১ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দিয়েছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে আগামী বছরের বই মুদ্রণ, মসুর ডাল, রাইসব্রান, সয়াবিন তেল কেনাকাটাসহ বেশ কয়েকটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

https://www.kalerkantho.com/print-edition/first-page/2023/10/26/1330320