১৬ অক্টোবর ২০২৩, সোমবার, ২:১৮

টিসিবির ট্রাকে ভিড়

স্বল্প আয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবার পণ্য বিক্রি শুরু করেছে। ৬১০ টাকায় পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি দেওয়া হচ্ছে। আগে তিনটি পণ্য বিক্রি করা হলেও এবার যোগ করা হয়েছে চাল ও পেঁয়াজ।

গতকাল রবিবার ধানমণ্ডির ডিঙ্গিতে ঢাকা সিটি করপোরেশনের ১৫ নম্বর কাউন্সিলর কার্যালয়ের আওতায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।

এক কোটি পরিবারের জন্য টিসিবি কর্মসূচি শুরু করেছে। প্রতিটি পরিবারের কাছে কার্ডের বিপরীতে পণ্য বিক্রি করা হচ্ছে। এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্য পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ।

সকাল থেকে তাঁরা লাইন ধরে অপেক্ষা করেন পণ্য কিনতে। কলাবাগানে থাকেন মিনা খাতুন (৫০)। তিনি বলেন, ‘মাসে যে বেতন পাই, তা দিয়ে চলতে কষ্ট হয়। কম দামে ডাল, তেল ও পেঁয়াজ দিলে ভালো হবে, কষ্ট একটু কমবে।
’ চালের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয় বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগে ডাল, তেল ও চিনি বিক্রি করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এবার চাল ও পেঁয়াজ যুক্ত করা হয়েছে। বৈশ্বিক প্রভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এবার বাড়তি দুটি পণ্য যোগ করা হলো। এর মাধ্যমে কম আয়ের মানুষ স্বস্তি পাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।

এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি (ঋণপত্র) খুলেছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম চালান দেশে আসবে।’

তিনি আরো বলেন, ‘আমদানীকৃত ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর একটি হলো রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে।’ তিনি বলেন, ‘টিসিবির কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এক কোটি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ মাসের শেষ নাগাদ বিতরণ কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসান, ঢাকা দক্ষিণ সিটির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা প্রমুখ।

https://www.kalerkantho.com/online/national/2023/10/16/1327378