১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার, ২:৫৬

রাজধানীতে তীব্র যানজট

সপ্তাহের প্রথম ও শেষ কর্মদিবসে রাজধানীতে যানজট যেন নিত্যসঙ্গী। শেষ কর্মদিবসে অফিস শেষে অনেকে তড়িঘড়ি করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওয়া দেন। এ সময় সড়কে গাড়ির চাপ যেমন বাড়ে তেমনই বাড়ে যানজট। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে যানজটের মুখে পড়েছে নগরবাসী। দুপুরের পর অফিস ছুটির সময় যানজট আরও তীব্র হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর শাহবাগ, বাংলামোটর, মগবাজার, পল্টনসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই চিত্র দেখে গেছে ফার্মগেট হয়ে বিজয় সরণির দিকে। তবে গুলিস্তান, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট, আসাদগেট, খামার বাড়ি, বিজয় সরণির দিকে সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হয়। সকাল থেকেই এ দিকের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকে অনেক সময় ধরে। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থেকে অনেকে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সপ্তাহের শেষ কর্মদিবসে মানুষ বিভিন্ন গন্তব্যে যায়। এ জন্য যানজট তৈরি হয়। এ ছাড়া আজ ভিআইপি মুভমেন্ট থাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদ বলেন, ভিভিআইপি মুভমেন্ট ও মগবাজার রাস্তায় একটি গার্ডার পড়ে থাকায় যানজট বেড়েছে। সকাল ১০টার দিকে রাস্তা থেকে গার্ডারটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাসে মগবাজার থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন ওবায়দুল্লাহ নামে এক যাত্রী। বাংলামটর এসে সিগনালে দীর্ঘ সময় বাস আটকে থাকায় গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, এটুকু রাস্তা পার হতে যদি ঘণ্টার ওপর চলে যায় বাকি পথ যাবে কীভাবে? সিগনাল ছাড়ছে না। অনেক সময় হয়েছে গাড়ি দাঁড়িয়ে আছে।

এক পাঠাও চালক বলেন, যানজট সব সময়ই থাকে। আমরা মোটরসাইকেল নিয়ে শর্টকাট রাস্তায় যাওয়ার চেষ্টা করি। তবে সেটা সব সময় সম্ভব হয় না। প্রধান সড়কে জ্যাম হলে অনেক সময় এর প্রভাব অলিতে-গলিতেও পড়ে। আমরাও সহজে মুভ করতে পারি না। আজ তো সপ্তাহেরর শেষ দিন।

গুলিস্তান থেকে ছেড়ে আসা মিরপুরগামী বিআরটিসি বাসের এক হেলপার বলেন, এমনিতেই যাত্রীরা আমাদের ওপর খেপে থাকেন। এরপর জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। শুক্র, শনিবার বাদে সব সময় জ্যাম থাকে। বৃহস্পতিবার বিকাল জ্যাম বেশি হয়।
বাংলামটরে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) বলেন, সপ্তাহের শেষের দিক যানজট একটু বেশি থাকে। সকাল থেকে সড়কে যানজট রয়েছে। প্রতিটি সিগনালে সময় নিতে হচ্ছে। অফিস শেষে যানজট আরও বাড়তে পারে। আমরা কাজ করছি।

https://dailyinqilab.com/national/article/609362