১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ৬:৩৭

শিক্ষা ক্যাডারদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনেও অচল শিক্ষাঙ্গন

পরীক্ষা পেছাল ৭ কলেজের

পদোন্নতিসহ বিভিন্ন বৈষম্য নিরসনের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জানিয়েছেন, লাগাতার তিন দিনের কর্মসূচির ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছেন সারা দেশের শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। এ সময় শিক্ষা ক্যাডারে বিদ্যমান বিভিন্ন বৈষম্য দূর করার দাবি জানান তারা। এদিকে পদোন্নতিসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সারা দেশে চলমান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতকের এক বিষয়ের চূড়ান্ত পরীক্ষা পেছানো হয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে দ্বিতীয় দিনের এই কর্মসূচি পালিত হয়েছে। দেশের সরকারি কলেজ, মাদরাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ের কলেজগুলো, অধিদফতর ও সংশ্লিষ্ট দফতর-সংস্থাগুলোতে কর্মরত শিক্ষা ক্যাডাররা নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করছেন। দাবিগুলোর পক্ষে বলা হয়েছে, শিক্ষা ক্যাডারদের পদ ধীরে ধীরে বিলুপ্ত করে এসব পদে অন্যদের প্রাধান্য দেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও মাদরাসা শিক্ষা অধিদফতরের নিয়োগ খসড়া আইনে শিক্ষা ক্যাডার পদ বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া ১৫তম পে-স্কেল বাস্তবায়নে শিক্ষা ক্যাডারদের সর্বোচ্চ পদ রাখা হয়েছে চতুর্থ গ্রেডে। যদিও অন্য ক্যাডারদের পদোন্নতি হয় প্রথম গ্রেড পর্যন্ত।

ফলে পদোন্নতি না থাকায় শিক্ষা ক্যাডারদের জন্য রাখা ওপরের পদগুলো অন্য ক্যাডার থেকে পূরণ করতে হচ্ছে। এ ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই খাতের প্রতিটি গুরুত্বপূর্ণ পদগুলোতে শিক্ষা ক্যাডারদের পদ সৃষ্টি করা প্রয়োজন। সমিতির সভাপতি অধ্যাপক মো: শাহেদুল খবির চৌধুরী বলেন, আমাদের দাবিগুলো অযৌক্তিক নয়। আমি মনে করি, এসব ন্যায্য দাবি পূরণে সরকারেরও সদিচ্ছা রয়েছে। তবে দুঃখজনক হলো এখন পর্যন্ত দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।
শিক্ষকদের কর্মবিরতিতে ৭ কলেছের পরীক্ষাও পেছাল

এদিকে পদোন্নতিসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সারা দেশে চলমান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতকের এক বিষয়ের চূড়ান্ত পরীক্ষা পেছানো হয়েছে। গতকাল ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে অনিবার্য কারণে পরিবর্তন করা হলো। পরিবর্তিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবারের (১২ অক্টোবর) পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তবে রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোর সময়সূচি ও অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

https://www.dailynayadiganta.com/last-page/783580