১১ অক্টোবর ২০২৩, বুধবার, ৩:২০

ডেঙ্গুতে প্রাণহানি ১১০০ ছাড়িয়েছে শনাক্ত রোগী সোয়া ২ লাখ

দেশে ডেঙ্গুতে এবছরে মৃত্যু ১১০০ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সোয়া ২ লাখেরও বেশি। এক দিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১০৯ জনের প্রাণ গেছে ডেঙ্গুতে। অক্টোবর মাসেও ডেঙ্গুর দাপট চলছে। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১২০ জন। একদিনে আরও ২ হাজার ৫৫৫ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে।

চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন। মৃত ১ হাজার ১০৯ জনের মধ্যে নারী ৬২৬ জন এবং পুরুষ ৪৮৩ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৪০৯ জন এবং রাজধানীতে ৭০০ জন।

গতকাল মঙ্গলবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৫৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯৩৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৫৫৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬০২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৯১৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৪২১ জন এবং নারী ৯০ হাজার ৩৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন।

অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাইতে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন শনাক্ত এবং প্রাণহানি ৩৪২ জন। সেপ্টেম্বরে শনাক্ত রোগী ৭৯ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৩৯৬ জন। অক্টোবরের ১০ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৩৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১২০ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। বর্তমান রোগীর চেয়ে আরও ১০ গুণ বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।

খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ১৭৮৭৭ : মৃত্যু ৫৫:
খুলনা ব্যুরো : খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ১৭ হাজার ৮৭৭ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৪৪৪ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৫৫ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ১৬ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১১ জন, মাগুরায় ৩ জন, কুষ্টিয়ায় ১০ জন, ঝিনাইদহে ৩ জন, নড়াইলে ১ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১২৩ জন এবং রেফার্ড করা হয় ২৫৫ জনকে।

খুলনা বিভাগে ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৬৪ জন। এ সময়ে কুষ্টিয়া জেলায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুমেক হাসপাতালে ৪২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ৪ জন। এর আগের দিন খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৩৭২। এ পর্যরাক খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ১৭ হাজার ৮৭৭ জন এবং মৃত্যু হয় ৫৫ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে একদিনে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৬৪ জন। ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ৩৮ জন, বাগেরহাটে ১৪ জন, সাতক্ষীরায় ৫ জন, যশোরে ৩২ জন, ঝিনাইদহে ৫৬ জন, মাগুরায় ৫০ জন, নড়াইলে ২৩ জন, কুষ্টিয়ায় ৬২ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

খুমেক হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ জন। বর্তমানে হাসপাতালে ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছরে খুমেকে সর্বমোট ২ হাজার ১৪০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এ সময়ের মধ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯০১ জন এবং মোট মৃত্যু হয় ১৬ জনের।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৬০ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ১১৮৫ জন এবং মৃত্যু হয় ২ জনের।

https://www.dailysangram.info/post/537729