৩০ আগস্ট ২০২৩, বুধবার, ১০:২৬

ডেঙ্গুতে আরো ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ২৯১ জন। মৃত্যু ব্যক্তিদের মধ্যে সাতজন ঢাকায়, আর বাকি ছয়জন ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭১ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আট হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৮৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত এক লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১০ হাজার ৩৪৬ জন। ঢাকায় ৫১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে ৫৮ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু রোগী কমেছে মুগদায়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৮৭ : সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে ঢাকা সিটি করপোরেশনের এলাকাগুলোতে কমেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। বিগত সময়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চার কিংবা পাঁচ শতাধিক থাকলেও বর্তমানে এতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা নেমেছে ৩৩০-এ। গতকাল সরেজমিন হাসপাতালটি ঘুরে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডের কিছু বেড খালি রয়েছে। আগের তুলনায় হাসপাতালে চাপও কমেছে কিছুটা। এসময় পুরুষ ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি বেশি থাকতে দেখা যায়। মুগদা হাসপাতালের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ৫০০ বেডের এই হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ১৬৮ জন। এদের মধ্যে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৩০ জন। হাসপাতালে ভর্তি ৩৩০ জন ডেঙ্গু রোগীর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে এক জন ডেঙ্গু রোগীর। এ ছাড়া ছাড়পত্র পেয়েছে ৭০ জন।

দায়িত্বরত নার্সরা জানান, আগের তুলনায় ডেঙ্গু রোগী কিছুটা কমেছে। আমরা নিয়মিত দেখভাল করছি। কিছু জটিলতা আছে এমন রোগীও আছে। আশা করছি ধীরে ধীরে ডেঙ্গু রোগী আরো কমবে।

https://www.dailynayadiganta.com/last-page/773545