২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:১৭

জনাব আনোয়ারুল ইসলাম ও মোসাঃ লিলি আক্তারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

শোক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মহিলা সদস্য (রুকন) মোসাঃ লিলি আক্তার শ্বাসকষ্টজনিত কারণে ২০ এপ্রিল ভোর ৪টায় ৪০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২০ এপ্রিল বাদ জোহর সাতুটিয়া বেতডোবা ঈদগাহ মাঠে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-২

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার ধুনট উপজেলার সদস্য (রুকন) জনাব আনোয়ারুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল ৬০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী-সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৯ এপ্রিল সন্ধ্যায় জানাযা শেষে তাঁকে বগুড়া শহরের নামাজগড় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব আনোয়ারুল ইসলাম ও মোসাঃ লিলি আক্তারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২০ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোসাঃ লিলি আক্তার ও জনাব আনোয়ারুল ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।