৫ আগস্ট ২০১৬, শুক্রবার, ১০:৫৮

সারা দেশে ধার্মিক পর্দানসীন মহিলা সহ জামায়াত শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ

চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি মো: ওয়াজেদ আলীকে ও লক্ষ্মীপুরে ৮জন পার্দানসীন ধার্মিক মহিলাকে ৪ আগস্ট পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার এবং গত ৩ আগস্ট যশোহর জেলার চৌগাছা থানা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী ইসরাইল হোসেন ও সাহিত্য সেক্রেটারী রুহুল আমীনকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করার পর ৪ঠা আগস্ট রাত ১০ টায় তাদের পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৫ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার একদলীয় স্বৈরশাসন দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গুলি করে আহত করছে।

সরকারের গ্রেফতার থেকে পর্দানসীন ধার্মিক মহিলারাও রেহাই পাচ্ছেন না। লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলা থেকে অহেতুক ৮জন ধার্মিক পর্দানসীন মহিলাকে গ্রেফতার করে কষ্ট দেয়া হচ্ছে। সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি জনাব মো: ওয়াজেদ আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

যশোর জেলার চৌগাছা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী ইসরাইল হোসেন ও সাহিত্য সেক্রেটারী রুহুল আমীনকে পুলিশ ৩ আগস্ট অন্যায়ভাবে গ্রেফতার করার পরে ৪ আগস্ট রাত্রি ১০টায় পুলিশ তাদের পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ। সরকার তাদের পঙ্গু করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি জনাব মো: ওয়াজেদ আলীসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”