১৮ অক্টোবর ২০২৩, বুধবার, ৯:১২

সারাদেশ থেকে ১৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তার ও রাজপাড়া থানার আমীর অধ্যাপক কামরুজ্জামান সোহেলসহ সারাদেশ থেকে মোট ১৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৮ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি ঘোষণার পর থেকেই পুলিশ সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। ১৭ অক্টোবর মঙ্গলবার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তার ও রাজপাড়া থানার আমীর অধ্যাপক কামরুজ্জামান সোহেল এবং ১৬ অক্টোবর সোমবার ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান থেকে ৪ জন নেতাকর্মীসহ সারাদেশ থেকে মোট ১৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। অভিযানকালে তারা অফিস ও বাসা-বাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে। আমি এইসব অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। আওয়ামী লীগ কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দমন-পীড়ন চালিয়ে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। ভোটাধিকার হরণকারী আওয়ামী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা সরকারের সকল অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করে মাওলানা ফরিদ উদ্দিন আক্তার ও অধ্যাপক কামরুজ্জামান সোহেলসহ সারাদেশ থেকে গ্রেফতারকৃত মোট ১৫ জন নেতাকর্মী এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”