১৫ অক্টোবর ২০২৩, রবিবার, ৯:০৪

সারাদেশে জামায়াতের ৬০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা জামায়াতের ৪০ জনসহ সারাদেশ থেকে মোট ৬০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৫ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৪ অক্টোবর শনিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনন্তপুর গ্রামের উন্মুক্ত স্থানে এলাকার স্থানীয় লোকজনকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে এই মতবিনিময় সভা থেকে বেগমগঞ্জ থানা পুলিশ সাধারণ গ্রামবাসীসহ জামায়াতের ৪০ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। ১৫ অক্টোবর রবিবার ঢাকা মহানগরী জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে ৩ জন এবং ১৪ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ সিটির বিভিন্ন স্থান থেকে জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী সাধারণ নির্বাচন খুবই সন্নিকটে। নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচনকে অর্থপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ভোটারদের সাথে মতবিনিময় করবে, এটা খুবই স্বাভাবিক এবং কাঙ্খিত। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত এবং মযবুত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক এমন একটি সাধারণ মতবিনিময় সভা থেকে গণতন্ত্রকামী মানুষকে গ্রেফতার যারপরনাই অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। আমি জালিম সরকারের সকল অন্যায় গ্রেফতার এবং অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা সরকারের সকল অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে গ্রেফতার-হয়রানি বন্ধ করে সারা দেশ থেকে গ্রেফতারকৃত ৬০ জন নেতাকর্মী এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও আলেম-ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”