১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৫

সিরাজগঞ্জ জেলা সেক্রেটারিসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১২ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১২ অক্টোবর বেলা ২টার দিকে নিজ কর্মস্থল রজব আলী ডিগ্রি কলেজ থেকে ফেরার পথে ডিবি পুলিশ সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করে নিয়ে যায়। ১২ অক্টোবর আগের রাতে সিরাজগঞ্জ শহর জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘরে পুলিশ হানা দিয়েছে এবং সয়াধানগড়া পশ্চিম পাড়া থেকে জামায়াত কর্মী নাদিরকে গ্রেফতার করেছে। জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনূর আলমের বাড়িতেও পুলিশ কয়েকবার তল্লাশি চালিয়েছে। ১১ অক্টোবর বুধবার সকাল ১০টায় ৭ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ থেকে বিনা অপরাধে পথচারীসহ ইসলামী ছাত্রশিবিরের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, যা সম্প‚র্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। আমি এইসব অন্যায় গ্রেফতার ও তল্লাশির নামে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিনা ভোটের সরকারের পায়ের তলায় আজ মাটি নেই। ক্ষমতা হারানোর ভয়ে তারা বেসামাল হয়ে পড়েছে। গুম, খুন, হয়রানি ও গ্রেফতার যেন সরকারের রুটিনওয়ার্কে পরিণত হয়েছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার নীতিহীন কর্মকাণ্ডের কারণে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আজ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশবাসী মনে করে, গ্রেফতার করে এবং হামলা-মামলা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের এই আন্দোলন দমন করা যাবে না।

জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে হামলা-মামলা, গ্রেফতার ও জুলুম-নিপীড়ন বন্ধ করে অধ্যাপক জাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্তে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”