১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১১:২০

চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মকবুল আহমাদ ভূঁইয়াকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মকবুল আহমাদ ভূঁইয়াকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১০ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “৯ অক্টোবর চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মকবুল আহমাদ ভূঁইয়াকে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরওয়ানা ছিলনা। তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। যখন-তখন বিরোধীমতের লোকদেরকে গ্রেফতার করা দেশের জন্য শুভ লক্ষণ নয়। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, কেবল সন্দেহের বশবর্তী হয়ে দেশের কোনো নাগরিককে আটক বা প্রহরায় নেয়া সম্পূর্ণ অন্যায়, বেআইনী ও অসাংবিধানিক। এতে মানুষের অধিকার ও সম্মান উভয়ই ক্ষুণ্ন হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত ও স্বাধীন জীবন-যাপনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। এটি একটি মৌলিক অধিকারও বটে। তাই এ জাতীয় গ্রেফতার খুবই দুঃখজনক।

মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জনাব মকবুল আহমাদ ভূঁইয়াসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”