২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:০৭

পাবনা জেলা জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা আবদুর রবকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলার আমীর মাওলানা আবদুর রবকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৫ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৫ সেপ্টেম্বর সোমবার জোহরের সালাত আদায় করতে চাঁপা মসজিদে যাওয়ার পথে পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা আবদুর ররকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরওয়ানা ছিল না। তাঁকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। বর্তমান জালেম সরকারের কাছে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। গুম, খুন, হয়রানি ও গ্রেফতার যেন সরকারের রুটিনওয়ার্কে পরিণত হয়েছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের উপর জুলুম-নিপীড়ন চালিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

অবিলম্বে অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে মাওলানা আবদুর রব এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”