২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:২৫

সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে শাহজাহান চৌধুরীকে অন্যায়ভাবে কারাগারে আটকিয়ে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরীকে অন্যায়ভাবে কারাগারে আটকিয়ে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৩ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি চট্টগ্রামের নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরীকে বর্তমান সরকার অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। তিনি ২ বছর ৩ মাস যাবত কারাগারে আটক আছেন। তার বিরুদ্ধে সরকারের দায়ের করা সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ প্রদান করেন। গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালতের নির্দেশ কারাগারে গিয়ে পৌঁছে। কারাগার থেকে তার মুক্তির সকল ব্যবস্থা যখন সম্পন্ন, তখন তাকে হাটহাজারী থানার একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়। ফলে তাকে মুক্তি না দিয়ে সরকার অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। এর মাধ্যমে সরকার আপিল বিভাগের নির্দেশ লঙ্ঘন করে আদালত অবমাননা করেছে।

আদালতের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও যে সকল সরকারি কর্মকর্তা জনাব শাহজাহান চৌধুরীকে মুক্তি না দিয়ে আটক রাখার ব্যবস্থা করেছেন, তারা দেশের আইন, আদালত ও নিয়মনীতি চরমভাবে লঙ্ঘন করেছেন। জনাব শাহজাহান চৌধুরী চরম জুলুমের শিকার হয়েছেন। তিনি তার সাংবিধানিক অধিকার, আইনি অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা সরকারের এই জঘন্য পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”