২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:২৯

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান

মোবারক হোসাইন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী বিপদাপদে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করে।

মানবসেবার অংশ হিসেবেই আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই শীতবস্ত্র বিতরণ শীতার্তদের প্রতি জামায়াতের অনুগ্রহ নয় বরং দায়িত্ব। একটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের কল্যাণে ভ‚মিকা রাখা। এই অনুভূতি থেকেই জামায়াতে ইসলামী দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী দল-ধর্ম বিবেচনায় রাখে না। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ণ করে। জামায়াত সব ধর্মের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই যেন বুঝতে পারে, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ তার সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। তাই বেশি বেশি সমাজকল্যাণমূলক কাজের মাধ্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। ইসলামের কল্যাণকামিতা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। একজন দাঈ ইলাল্লাহর অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হল বিপদাপদে মানুষের পাশে দাঁড়ানো। আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই।

২৬ ডিসেম্বর মঙ্গলবার ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলা আমীর আলী আযম মুহাম্মাদ আবু বকর-এর সভাপতিত্বে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিউর রহমান, জেলা সহকারী সেক্রেটারি জনাব আবদুল হাই, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর জনাব ফারুক আহমাদ, যশোর-কুষ্টিয়া অঞ্চল সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস প্রমুখ।

তিনি আরও বলেন, বেশ কিছু দিন যাবত ঝিনাইদহ, চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড শীত বিরাজ করছে। এইসব জেলার মানুষ হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছে। মানুষের স্বাভাবিক জীবন-যাপন বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।