২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৭:৪২

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জামায়াতের শীতবস্ত্র উপহার

জামায়াত আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে

-মোবারক হোসাইন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ইসলামী দল। সাংবিধানিক নিয়ম-নীতি মেনে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচিসহ সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এতদসত্ত্বেও জালিম সরকার জামায়াতে ইসলামীকে মিটিং-মিছিল করতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শতশত মামলা দিয়ে নেতাকর্মীদৈর হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের গুম, খুন ও পঙ্গু করা হচ্ছে। শীতবস্ত্র প্রদানের মতো এমন মানবিক কাজও ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী আচরণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যে কোনো প্রান্তে প্রচণ্ড শীত, অতি বন্যা, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর সকল জনকল্যাণমূলক কাজে পাশে থেকে উদ্বুদ্ধ করবেন, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন এবং সম্মিলিতভাবে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে মানবসেবাসহ ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবেন, আমরা আপনাদের নিকট এই আশাবাদ ব্যক্ত করছি।

২৫ ডিসেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্তে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেলের সঞ্চালনায় দামুড়হুদা উপজেলার দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব জিয়াউল হক, দামুড়াহুদা উপজেলা জামায়াতের আমীর জনাব নায়েব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বেশ কিছু দিন যাবত চুয়াডাঙ্গা জেলায় প্রচণ্ড শীত জেঁকে বসেছে। এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।