Wednesday, 15th July, 2020
Choose Language:

সর্বশেষ
সংবাদ
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ
৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার,
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে গত ৭ ডিসেম্বর সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রায় একশত লোক নিহত ও বহু লোক আহত এবং ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রলয়ংকরী ভূমিকম্পে প্রায় একশত লোক নিহত ও বহু লোক আহত এবং ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ার মর্মান্তিক ঘটনায় ইন্দোনেশিয়ার জনগণের সাথে বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। 
 
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে জানমালের যে বিরাট ক্ষতি হয়েছে তা অপুরনীয়। ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ শীঘ্রই যাতে এ বিরাট ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয় সে জন্য আমি মহান আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করছি। 
 
ভূমিকম্পে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও ইন্দোনেশিয়ার সরকার এবং জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান আল্লাহ তা’য়ালা তাদের এ শোকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”