Friday, 13th December, 2019
Choose Language:

সর্বশেষ
সংবাদ
কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ : সুচিকিৎসা এবং ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান
৫ ডিসেম্বর ২০১৬, সোমবার,
গতকাল ৪ ডিসেম্বর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগে প্রায় ৫ শত ঘর ও দোকান পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বস্তিতে হতদরিদ্র এবং অসহায় লোকেরা  মানবেতর জীবন-যাপন করে। মানুষ হিসাবে তারা সর্বনিম্ন সুযোগ-সুবিধা পাওয়া থেকেও বঞ্চিত। রাজধানীর বিভিন্ন বস্তিতে প্রায়ই আগুন লাগে। মাঝে মাঝে তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যায় যে, তদন্ত কমিটির রিপোর্টই প্রকাশিত হয় না। 
 
তাই আমি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবী করছি এবং তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী করছি। সেই সাথে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য বস্তিবাসীদের মোটিভেশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আহত অসহায় লোকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”