Tuesday, 21st January, 2020
Choose Language:

সর্বশেষ
সংবাদ
নাইজেরিয়ায় শিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ শোক মিছিলে পুলিশের গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ
১৯ নভেম্বর ২০১৬, শনিবার,
গত ১৪ নভেম্বর নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো শহরে শিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ শোক মিছিলে পুলিশের হামলা ও গুলি বর্ষণে অন্ততঃ শতাধিক লোক নিহত এবং বহু লোক আহত হওয়ার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৯ নভেম্বর  প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নাইজেরিয়ার কানো শহরে শিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ শোক মিছিলে পুলিশের হামলা ও গুলি বর্ষণে অন্ততঃ শতাধিক লোক নিহত এবং বহু লোক আহত হওয়ার ঘটনা অন্যায় ও অমানবিক। 
নাইজেরিয়া সরকার শোক মিছিলে পুলিশ দিয়ে হামলা চালিয়ে ও গুলিবর্ষণ করে এতগুলো লোককে হত্যা এবং আহত করে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদ লংঘন করেছে। ধর্মীয় ক্ষেত্রে এ ধরনের বাড়াবাড়ি অন্যায়, অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। ধর্মীয় কারণে হত্যা-জুলুম ও নির্যাতন বন্ধ করার জন্য আমি নাইজেরিয়া সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 
আমি আশা করি নাইজেরিয়া সরকার কানো শহরে পুলিশের গুলিতে অন্তত: শতাধিক লোক নিহত হওয়ার নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং   সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবেন।
আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”