Thursday, 21st January, 2021
Choose Language:

সর্বশেষ
সংবাদ
বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল ওয়ারেসকে গ্রেফতারের তীব্র নিন্দা
১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার,
গত ১৪ জুন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল ওয়ারেসকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৬ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল ওয়ারেসকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
 
সরকার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসাবেই গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল ওয়ারেসকে গ্রেফতার করেছে। সরকার বেছে বেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। ১৬ জুন ব্রাহ্মণবাড়ীয়া জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারী জনাব সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে। গত ১৪ জুন রাতে নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের জেলা সাহিত্য ও প্রকাশনা সেক্রেটারী জাহিদুল ইসলাম এবং তার স্ত্রী ছাত্রী সংস্থার নড়াইল শহর সভানেত্রী খাদিজা ইসলামকে বিনা কারণে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সারা দেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানী করেই চলেছে। সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। 

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আবদুল ওয়ারেসসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”